ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ‘সাক্ষাৎ ফাউন্ডেশন’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৬, ১৫ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলার এসএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের অলাভজনক সংগঠন ‘সাক্ষাৎ ফাউন্ডেশন’ এ কর্মসূচির আয়োজন করে। রোববার বেলা ৩টায় সংগঠনের মাছপট্টির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. সউদ কবীর মালিক। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল মুহিত, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতিকণা বিশ্বাস ও দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেন। অনুষ্ঠানে ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কেআই/এসি
   


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি