ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপের সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৩, ১৫ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২০:৫৪, ১৫ ডিসেম্বর ২০১৯

১৯১৩ থেকে ১৯১৬ সালে প্রস্তুতকৃত ১৯৫৪ সালে সংশোধিত সি.এস ম্যাপ অনুযায়ী চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সীমানা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপের সাবেক নেমস্তি ইউনিয়ন জেগে উঠা ঠেঙ্গার চর বর্তমান ভাসান চর-কে নোয়াখালী জেলার অধীনে থানা ঘোষনার প্রতিবাদে সন্দ্বীপ নাগরিক সমাজের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

রোববার (১৫ ডিসেম্বর) বিক্ষোভ মিছিলটি রহমতপুর ইউনিয়নের দলইপাড়া থেকে শুরু হয়ে সেনের হাট হয়ে সন্দ্বীপ উপজেলা পরিষদ গেইটে গিয়ে শেষ হয়। সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্তি ঘটে। বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন- সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল আলম মানিক।

সন্দ্বীপ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীনের সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, সন্দ্বীপ নাগরিক সমাজের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজকল্যান সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাবুল, সন্দ্বীপ প্রেসক্লাবের সমাজ কল্যান সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন, রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান শিপন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, রহমতপুর ইউ.পি সদস্য আলমগীর, নিতাই গৌর মন্দির কমিটির সভাপতি কার্তিক চক্রবর্তী, ইসমাইল ফরিদ,আবদুর রহিম ও ওমর ফারুক, মাস্টার মাহাবুবুর রহমান, সাংবাদিক ইলিয়াছ সুমন প্রমুখ।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি