ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা-ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪২, ১৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৪:২৯, ১৬ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের প্রাক্কালে হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিড়ে ফেলে এবং সভার চেয়ার, টেবিল ভাঙচুর করে। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় জেলা পরিষদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে সংবর্ধনা নিতে আসা মুক্তিযোদ্ধারা। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম। 

তিনি জানান, ‘যারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি গুড়িয়ে দিয়েছে তারা হল প্রকৃত রাজাকার।’

চেয়ারম্যান শফিকুল আলম অভিযোগ করে বলেন, ‘এ ঘটনায় জেলা পরিষদের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দলীয় কোন্দলে আওয়ামী লীগের এক নেতার আদেশে এই হামলা করা হয়েছে। প্রশাসনের কাছে দাবি যারা এ হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।’
 
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো.আলমগীর হোসেন বলেন, ‘আমরা এ ঘটনার তদন্ত করছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি