ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরায় বিদেশি পিস্তল-ফেনসিডিলসহ দুই কিশোর আটক

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৯, ১৬ ডিসেম্বর ২০১৯

সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিলসহ দুই কিশোরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার দিনগত রাতে শহরের মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে পিচ্চি রাসেল (২১) ও সদর উপজেলার মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (১৯)।

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম সোমবার জানান, রাতে অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শহরের মুনজিতপুরে অভিযান চালানো হয়। এসময় স্থানীয় কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পূর্ব দিকে একটি নির্মাণাধীন বাড়ির পাশ থেকে পিচ্চি রাসেল ও মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, গত ৩০ নভেম্বর সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক (বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দুই সহযোগী সন্ত্রাসী দ্বীপ ও সাইফুল পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। আটককৃতরা সন্ত্রাসী দ্বীপ ও সাইফুলের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি