ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে শাহাবাদ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১৬ ডিসেম্বর ২০১৯

নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন পান্নাকে (৪৩) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে শহরের মহিষখোলা এলাকার মহিলা সংস্থার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে পান্নাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হরিদাস রায় জানান, গত ৭ নভেম্বর রাত ৯টার দিকে সরসপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলোকদিয়া গ্রামের রিপন মোল্লা (২১) হামলার শিকার হন। এই ঘটনায় রিপনের বাবা বাদী হয়ে গত ১ ডিসেম্বর ১৪ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ১ নম্বর আসামি দেলোয়ার হোসেন পান্না।
 
এলাকাবাসী জানান, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয়ী হন দেলোয়ার হোসেন পান্না।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি