ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোল কাস্টম হাউজে বিজয় দিবস উদযাপিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৪, ১৬ ডিসেম্বর ২০১৯

বিজয় দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেনাপোল হাউসের স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করেছেন বেনাপোল কাস্টম হাউজ, খুলনা কাস্টমস ভ্যাট এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও বেনাপোল কাস্টমস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা। এর আগে সকালে এক বিজয় র‌্যালি বের করা হয়। পরে বেনাপোল কাস্টমস ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

বেনাপোলে কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোরের মুক্তিযোদ্ধা মো. নূরুল হক (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল মুক্তিযোদ্ধা  কমান্ড কাউন্সিলের সভাপতি মুক্তিযোদ্ধা শাহ আলম, দ্বীন ইসলাম মল্লিক, আবুল হোসেন, আব্দুল মান্নান, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, বেনাপোল কাস্টমের ডেপুটি কমিশনার শামিমুর রহমান, সহকারি কমিশনার দিপা রানী হালদার, উত্তম চাকমা। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন, সহকারি কমিশনার মুর্শিদা খাতুন।
 
এ সময় প্রধান অতিথি মো. নূরুল হক (বীর বিক্রম) মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের ভুমিকা তুলে ধরেন। পরে আমন্ত্রিত ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি