ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৭, ১৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ০৯:২৯, ১৭ ডিসেম্বর ২০১৯

ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শাহারুল ওরফে খোকন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার দিনগত রাত পৌনে ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাকেরখাল নামক স্থানে এ গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহত শাহারুল ওরফে খোকন মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল হামিদের ছেলে। তার নামে ৬টি ডাকাতি মামলাসহ একাধিক অপরাধের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম জানান, রাত পৌনে ২টার দিকে মহেশপুর-জীবননগর সড়কের কৃষ্ণচন্দ্রপুর বাকেরখাল নামক স্থানে একদল ডাকাত সড়কের পাশ থেকে গাছ কেটে সড়কের উপর ফেলে ডাকাতরি চেষ্টা করে। খবর পেয়ে টহল পুলিশের একটি দল সেখানে গেলে তাদের সঙ্গে ডাকাতদের গোলাগুলি হয়। এক পর্যায়ে ডাকাতদল পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি ওয়ান শুটারগান, ১রাউন্ড গুলি, ৩টি রামদা, গাছ কাটা করাত ও কুড়াল উদ্ধার করে। এছাড়া একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন নিহত ব্যক্তি শাহারুল ওরফে খোকন ডাকাত বলে তার পরিচয় নিশ্চিত করে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি