ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভৈরব নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০২, ১৭ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

বাগেরহাটের ভৈরব নদী থেকে ২৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্দার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সদর উপজেলার রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা সংলগ্ন ভৈরব নদীর চর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় আব্দুর ছত্তার বলেন, সকালে মাঝিভিটায় গরু বাঁধতে গিয়ে এক যুবকের মরদেহ দেখতে পাই। পরে এলাকাবাসী ও পুলিশকে জানাই।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, রাধাভল্বব গ্রামের মাঝিভিটা এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছি। ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। তার শরীরে একটি লাল শার্ট ও শার্টের উপরে একটি ব্লু রংয়ের গেঞ্জি ছিল। পড়নে ছিল জার্সি কাপড়ের নেভি ব্লু রংয়ের হাপ প্যান্ট। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। তার পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বাগেরহাট মডেল থানা পুলিশ মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি