ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় তামাকের বিরুদ্ধে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ১৮ ডিসেম্বর ২০১৯

‘তামাকে মৃত্যু হয়, তামাক খাতে শেয়ার’ নয় এই স্লোগানে কুমিল্লায় সুশাসনের জন্য প্রচারাভিযান সুপ্র কুমিল্লা জেলা কমিটির আয়োজনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দর্পন কার্যালয়ে সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বহাউদ্দিন বাহার এমপি।

কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল এর সভাতিত্বে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সুমেন রায়, সুপ্র এর মিডিয়া ম্যানেজার শাপলা রহমান, দোকান মালিক সমিতির সাবেক সভাপতি শাহ মো. আলমগীর খান, বাংলাদেশ ওইমেন চেম্বার অব ইন্ডাস্ট্রির কুমিল্লা জেলা শাখার সভাপতি নাগমা মোর্শেদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দর্পন এর নির্বাহী পরিচালক মো. মাহবুব মোর্শেদ।

অনুষ্ঠানে বক্তারা তামাকের বিভিন্ন ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি