ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৩, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্পদ দুই মেলে” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর সহযোগীতায় একটি র‌্যালী বের হয়।

র‌্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার বাকী বিল্লাহ, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, ওকাপ প্রকল্প কর্মকর্তা মো. আল-আমিন প্রমুখ।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন প্রবাসীদের রেমিটেন্স একটি বিশেষ ভূমিকা পালন করে। তবে বিষয়ভিত্তিক দক্ষ জনশক্তি প্রবাসী রেমিটেন্স উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি