ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনারের শৈশবের স্কুল পেল ৫টি ল্যাপটপ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৪, ১৮ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা কর্তৃক পটুয়াখালীর বাউফলের ১১৩নং পশ্চিম নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষকের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। 

বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রিয়াজুল হকের সভাপতিত্বে বিদ্যালয়ে ওই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী। 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জিএম সরফরাজ, উপজেলা নির্বাহি অফিসার পিজুস চন্দ্র দে, সহকারি কমিশনার (ভুমি) মো. আনিচুর রহমান বার্লি, জেলা নির্বাচন অফিসার মো. জিয়াউর রহমান খলিফা প্রমূখ উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক ল্যাপটপ বিতরণ শেষে প্রধান নির্বাচন কমিশনারের বাবার নামে প্রতিষ্ঠিত স্থানীয় আব্দুর রশিদ খাঁন ডিগ্রী কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা শৈশবে ১১৩নং পশ্চিম নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি