ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সাভারে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

সাভার সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৩৯, ১৯ ডিসেম্বর ২০১৯

ঢাকার সাভারে এক গৃহবধুকে (১৯) গণধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিনগত রাতে সাভার পৌর এলাকার মোল্লাপাড়া মহল্লায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার সকালে ওই গৃহবধু থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে শিমুল (১৯) ও জুয়েলকে (১৮) গ্রেফতার করে।

পুলিশ জানায়, বুধবার দিনগত রাতে ওই গৃহবধু মোল্লাপাড়া এলাকায় একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ওই গৃহবধুকে জোর করে ও ভয়ভীতি দেখিয়ে নিজ বাড়িতে ধরে নিয়ে যান শিমুল নামের এব যুবক। পরে ওই গৃহবধুকে ভয়ভীতি দেখিয়ে তকে ধর্ষণ করে শিমুল ও জুয়েল। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষকরা। পরে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধু সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ওই এলাকায় তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে ধর্ষণকারী শিমুল ও জুয়েলকে গ্রেফতার করে।

এবিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন, ভুক্তভোগী গৃহবধুকে উদ্ধার করে তার স্বাস্থ পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি