ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বাগেরহাটের ষাটগম্বুজে ২২ দেশের ৪২ প্রতিনিধি

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০০, ১৯ ডিসেম্বর ২০১৯

বিশ্বঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ পরিদর্শন করলেন ২২ দেশের ৪২ জন লেখক, সাহিত্যিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার দুপুরে তারা রয়াল এক্সপ্রেসের দুটি বাসে ষাটগম্বুজে আসেন। ঘণ্টা খানেক ষাটগম্বুজ মসজিদের বিভিন্ন নিদর্শন দেখার পরে সুন্দরবন পরিদর্শনে রওনা দেন বিদেশি এই প্রতিনিধি দল।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ-২০২০’ উদযাপনের প্রাক্কালে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও অবিস্মরণীয় অবদান সম্পর্কে বর্হিবিশ্বে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ‘ভিজিট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় এ প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। এর আগে বুধবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এই প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে জার্মানের উরস আনকাউফ, বারলিনের তমাস চিলিবেক, ব্রাজিলের জর্জ কারলোস, ইন্ডিয়ার মেহেন্দ্রা ভেদ, অসিম কামাল, নেপালের সামা থাপা, অমেরেন্দ্রাকুমার জাদব, নেদারল্যান্ডস, মালদ্বিপ, নাইজেরিয়াসহ ২২টি দেশের ৪২ জন লেখক, সাহিত্যক ও গনমাধ্যম কর্মী রয়েছেন। বিদেশি এই প্রতিনিধ দল ষাটগম্বুজে পৌঁছালে বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা। এসময় বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল্লুর রহমান, প্রত্মতত্ত্ব অধিদফতর বাগেরহাটের কাস্টোডিয়ান মো. গোলাম ফেরদাউসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদের পক্ষে ফিলিপাইনেরে ড. সুনিতামুখী বলেন, বাংলাদেশ অনেক সুন্দর একটা জায়গা। এখানে ঐতিহ্যবাহী কয়েকটি স্থাপনা রয়েছে। ষাটগম্বুজ মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যন্য নিদর্শন। এটা দেখে আমাদের ভাল লেগেছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি