বিয়ের বাস কেড়ে নিল যুবকের প্রাণ
প্রকাশিত : ১৮:২৬, ২০ ডিসেম্বর ২০১৯
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি পুরাতন বগুড়া সড়কে একটি বিয়ের বাসের চাকায় পিষ্ট হয়ে এক যুক নিহত হয়েছেন। নিহত যুবক আব্দুল বাসেদ (২২) তেলকুপি গ্রামের শাজাহান প্রামাণিকের ছেলে।
আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জগামী একটি বর যাত্রীবাহী বাস তেলকুপি পুরাতন বগুড়া সড়ক এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাসেদ ওই বাসটি থেকেই নামার সময় পড়ে গিয়ে বাসটির পেছনের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে তখনই প্রাণ হারান।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দাউদ জানান, ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এনএস/
আরও পড়ুন