ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২০, ২০ ডিসেম্বর ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ডিসি কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তরা।

ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল আজিজ মুন্না জানান, আজ বিকেলে জেলা প্রশাসনের উদ্দ্যোগে ও ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সমন্বয়ে আজ শতাধিক প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আরও ৫০ জন প্রতিবন্ধীর বাড়িতে তাদের কম্বল পৌঁছে দেওয়া হবে। এ সময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে প্রতিবন্ধীরা ডিসির প্রতি কৃতজ্ঞতা জানান।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি