ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যশোরের নবাগত পুলিশ সুপার আশরাফ হোসেন

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৫, ২০ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের নবাগত পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)  রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মুহাম্মদ আশরাফ হোসেন নীলফামারী পুলিশ সুপার হিসাবে কর্মরত ছিলেন। এর আগে গত ৯ ডিসেম্বর যশোরের পুলিশ সুপার মঈনুল হককে ঢাকা মেট্রোপলিটন ডিএমপিতে যুগ্ম কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

মুহাম্মদ আশরাফ হোসেন ২০০৫ সালে ২৪তম ব্যাচে বিসিএস পরীক্ষার মাধ্যমে এএসপি পদে নিয়োগ পান। কর্মজীবনে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে যোগদানের আগে সিআইডি ও ডিএমপির ট্রাফিক বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের মেধাবী ছাত্র আশরাফ হোসেন গাজীপুর জেলার কৃতিসন্তান। স্ত্রী পেশায় একজন ডাক্তার। এক ছেলে ও এক মেয়ের জনক আশরাফ হোসেন অবসরে গান গাইতে ও ছবি আঁকতে ভালো বাসেন। তার কর্মজীবনের সফলতার কারণে চলতি বছর তিনি রাষ্ট্রপতি পদকে ভূষিত হন। 

কেআই/আরকে


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি