ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

‘যে কোনও দুর্যোগে ও গুরুত্বপূর্ণ কাজে বিজিবি অংশগ্রহণ করে’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:২৭, ২১ ডিসেম্বর ২০১৯

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশাসনের কর্মকর্তা ও বিশিষ্টজনদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার দুপুরে শ্রীমঙ্গল বিজিবি ক্যাম্পের মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি শ্রীমঙ্গল ক্যাম্পের সেক্টর কমান্ডার কর্নেল গাজী মোহাম্মদ সাজ্জাদ।

এ সময় সেক্টর কমান্ডার বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষায় একটি সু-সংগঠিত বাহিনী বিজিবি। বিজিবির প্রত্যেক সদস্য সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন।

এ সময় তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয় দেশের প্রয়োজনে যে কোনও দুর্যোগে ও অনান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করে থাকে।

এসময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরিফুল হক, মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন, মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুছ ছালেক, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি