ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

লোকসানের বোঝা মাথাই নিয়ে জয়পুরহাটে চিনিকলের আখ মাড়াই শুরু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:০০, ২১ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাট চিনিকলে ২০১৯-২০২০ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে। গত মৌসুমের ৬০ কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে এ আখ মাড়াই শুরু করে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি। এটি হবে জয়পুরহাট চিনিকলের ৫৭ তম আখ মাড়াই মৌসুম।

শুক্রবার বিকালে চিনিকল চত্বরে এক সমাবেশের আয়োজন করা হয়। প্রবীণ আখচাষি হিসেবে হান্নান চৌধুরী আখমাড়াইয়ের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন সদর দফতরের মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) আমজাদ হোসেন ফকির, জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আকন্দ, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার উপস্থিত ছিলেন।

চিনিকল সূত্র জানায়, চলতি ২০১৯-২০২০ মাড়াই মৌসুমে ৫৫ হাজার মে. টন আখ মাড়াই করে ৪ হাজার ৬৭০ মে. টন চিনি উৎপাদনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ ভাগ। এবার আখ মাড়াই মৌসুমে জয়পুরহাট চিনিকলের অধীনে ১০টি সাব-জোনে ৭১ টি আখ ক্রয় কেন্দ্রে আখ কেনা হবে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি