ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সুনামগঞ্জে পুত্রবধুর লাঠির আঘাতে শ্বশুরের মৃত্যু!

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ২১ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:০৯, ২১ ডিসেম্বর ২০১৯

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুত্রবধুর লাঠির আঘাতে শশুর সৈইফ উদ্দিন (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধু সোহেনা বেগমকে (২২) আটক করেছে পুলিশ।

নিহত সৈইফ উদ্দিন উপজেলার দোহালিয়া ইউনিয়নের রাজনপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে শফিকুনূরের স্ত্রী সোহেনা বেগম প্রায়ই জা’দের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলে আসছিল। এরই অংশ হিসেবে গতরাতে জা’দের ঝগড়া হয়েছিল। আজ ভোরে ঘাতক সোহেনা বেগম বাড়ির পাশে গাছের ডালের সঙ্গে ওড়না পেছিয়ে আত্মহত্যা চেষ্টাকালে শ্বশুর সৈইফ উদ্দিন পূত্রবধুকে বাচাঁনোর জন্য এগিয়ে যান। এ সময় পুত্রবধু সোহেনা বেগম হাতে লাঠি নিয়ে শ্বশুরের মাথা ও পেটে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই সজীব দত্ত, ও এস আই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। এ সময় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়।

এ ব্যাপারে দোয়ারাবাজার থানার দায়িত্বপ্রাপ্ত এসআই সজীব দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক সোহেনা বেগমকে আটক করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি