ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জলদস্যু গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ২১ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীর কালুখালী থেকে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা একাধিক আগ্নেয়াস্ত্র ও গুলিসহ রঞ্জু খা নামক এক জলদস্যুকে গ্রেপ্তার করেছে। রঞ্জু জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের ফজলুল হক খানের ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পাবনা থেকে জলদস্যু রঞ্জু তার গ্রামের বাড়ীতে ফিরছেন। ওই সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের শেখপাড়া রাস্তার উপর থেকে রঞ্জুকে গ্রেপ্তার করে।

রঞ্জুর কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি দেশি তৈরী ওয়ান স্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি