ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জয়পুরহাটে দরিদ্র অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জয়পুরহাট শাখার আয়োজনে ও এলিট গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ লিমিটেড ঢাকার সহযোগীতায় সদর উপজেলার জামালপুর চারমাথার মোয়াজ্জেম পাড়ায় এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, বিশেষ অতিথি জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের জেলা সভাপতি নূর ই আলম হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হকসহ অন্যান্যরা।

এসময় প্রায় সাড়ে পাঁচ'শ দরিদ্র অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সময় বক্তারা সমাজের স্বচ্ছল ব্যক্তিদের, অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

কেআই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি