ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৪, ২১ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সামনে শনিবার দুপুরে দ্রুতগামী বাসের চাপায় আসাদুজ্জামান বাবুল (৩৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
     
নিহত আসাদুজ্জামান সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বালাপাড়া গ্রামের মৃত তসলিম উদ্দিনের ছেলে এবং  সদর উপজেলা পরিষদের পিয়ন পদে কর্মরত ছিলেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীগন জানান, স্থানীয় একটি পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় দিনাজপুর থেকে দ্রুত গতিতে আসা একটি বাস (রিসাত এন্টারপ্রাইজ) মোটরসাইকেলটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ লাশটিকে নিয়ে যায় ।

সদর থানার ওসি অপারেশন গোলাম মুর্তোজা ঘটনার সত্যতা নিশ্চিতসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন।

কেআই/আরকে 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি