ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

‘ইসলাম কখনোই জঙ্গিবাদ-সন্ত্রাস সমর্থন করে না’

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২০, ২২ ডিসেম্বর ২০১৯

সন্ত্রাস, দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুকসহ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে নড়াইলের নড়াগাতি থানার মূলশ্রী মাদরাসা চত্বরে আন্তর্জাতিক ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

গতকাল শনিবার বিকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, ইসলাম কখনোই মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, নারী নির্যাতন, দুর্নীতি ও যৌতুক সমর্থন করে না। যারা ইসলামের নাম ভাঙ্গিয়ে জঙ্গিবাদসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে তারা দেশ ও জাতির শত্রু। সবাই মিলে তাদের প্রতিহত করতে হবে। তাদের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক অতিথি সৌদি আরব থেকে আগত রাসুল (সা.)- এর ৪২তম বংশধর বিশিষ্ট হাদিস বিশারদ হযরতুল আল্লাম নাসির বিল্লাহ মক্কী।

প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পিপিএম) বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর খুলনা বিভাগীয় পরিচালক আব্দুর রহমান (উপ-সচিব), কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, সহকারী পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, নড়াগাতি থানার ওসি আলমগীর কবির, মুফতি কামাল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদ খুলনার সহ-সভাপতি ও কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মিজানুল ইসলাম, পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন, সমাজসেবক ভূঁইয়া জাকির হোসেন, চাপাইল মূলশ্রী চরমধুপুর শামছুল উলূম মাদরাসার অধ্যক্ষ মাওলানা রেজওয়ানুর রহমান, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের যুগ্মসম্পাদক শরিফুজ্জামান সূর্য প্রমুখ।

ইসলামী আলোচক ছিলেন চরমোনাই মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মুফতি মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আমেরিকার নিউইয়ার্ক জ্যাকসন হাইটস জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মুফতি আল ইমরান, গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাকসুদুল হক, গোপালগঞ্জের শায়েখ বজলুর রহমান (রহ.) ইসলামিক রিসার্স সেন্টারের নায়েবে মুফতি মাওলানা ওমর ফারুক রহমানী ও কুমিল্লার মাওলানা মুহাম্মাদ রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক ও সংগঠক মনিরুজ্জামান চৌধুরী।

মাদরাসা কর্তৃপক্ষ ও মূলশ্রী ফাউন্ডেশনের আয়োজনে রাত পর্যন্ত অনুষ্ঠিত ইসলামী সম্মেলনে আলেম-ওলামাসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি