ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শ্রীমঙ্গলে ৪১ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২২ ডিসেম্বর ২০১৯

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে জব্দকৃত ১৬ লাখ ৫০ হাজারটি নাসির পাতার বিড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধ্বংস করা এসব বিড়ির মূল্য ৪১ লাখ ২৫ হাজার টাকা।

রোববার দুপুরে এ কার্যক্রম পরিচালনার সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)- এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম (বার), কাস্টমস কর্মকর্তা সজল কান্তি দাশ, শ্রীমঙ্গল থানা পুলিশ ইন্সিপেক্টর আল আমীন ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী।

এ ছাড়াও স্থানীয় উপজেলা প্রশাসন, কাস্টম্স বিভাগ ও পুলিশ প্রশাসনের অনান্য কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি