ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মায় ট্রলার ডুবিতে ২ জনের মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ২২ ডিসেম্বর ২০১৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে পাথর বোঝাই ডুবে যাওয়া ট্রলার থেকে নিখোঁজ ৪ ব্যক্তির মধ্যে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে পাবনা থেকে রাজবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রলার পদ্মা নদীর অন্তরমোড় এলাকায় এসে তলা ফেটে ডুবে যায়। এসময় ট্রলারে থাকা ১০জনের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ৪ জন শ্রমিক ডুবে নিখোঁজ হয়। পরে তারা ওই দিন ও গতকাল উদ্ধার অভিযান চালালেও কাউকে উদ্ধার করতে পারেননি। তবে আজ উদ্ধার অভিযানের তৃতীয় দিন দুপুরে নিখোঁজ ৪ জনের মধ্যে ২ জনের মরদেহ ডুবে যাওয়া ট্রলারের কেবিন থেকে উদ্ধার করেছেন এবং বাকী ২ জনকে উদ্ধারে কাজ চলছে।
 
উদ্ধারকৃত নিহত ২ ব্যক্তি হলো সিরাজগঞ্জ জেলার সাজাহান শেখের ছেলে নুরুজ্জামান শেখ (৪০) ও আবু শেখের ছেলে আব্দুল শেখ (৩৫)।

এদিকে এখনও নিখোঁজ রয়েছেন, সিরাজগঞ্জ জেলার আলতাফ প্রামানিকের ছেলে ফারুক প্রামানিক (৪০) ও আমজাদ শেখের ছেলে আলামিন শেখ (৪৩)।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি