ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শনায় ট্রলির ধাক্কায় ভারতীয় পাসপোর্টধারী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ২২ ডিসেম্বর ২০১৯

নিহত ভারতীয় নাগরিক তপন বিশ্বাস

নিহত ভারতীয় নাগরিক তপন বিশ্বাস

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় দর্শনা চিনিকলের পাওয়ার ট্রলির ধাক্কায় তপন বিশ্বাস (৪২) নামে এক ভারতীয় পাসপোর্টধারী যাত্রী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টায় দর্শনা বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। 

গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত তপন বিশ্বাস ভারতের পশ্চিমবাংলার উত্তর চব্বিশ পরগনার জুববাড়িয়া গ্রামের অমর বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, তপন বিশ্বাস শুত্রবার পাসপোর্টধারী যাত্রী হিসেবে দর্শনায় আসেন। রাত সাড়ে ৯টার দিকে দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় দর্শনা চিনিকলের একটি পাওয়ার ট্রলির সাথে তার ধাক্কা লাগে। এসময় তার সাথে থাকা ভারতের লাল চন্দ্র দাস ও শরীফ নামে দুজন ব্যক্তি তাকে সদর হাসপাতালে নিয়ে আসেন। আজ সদর হাসপাতাল মর্গে সুরতহাল রিপোর্ট তৈরী করেছেন সদর থানার এসআই একরামুল হক। 

সদর হাসপাতালের আরএমও ডা. শামীম কবির জানান, ভারতের নাগরিক তপন বিশ্বাস সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। 

চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, ভারতীয় নাগরিক তপন বিশ্বাসের মরদেহ বাংলাদেশে আনুষ্ঠানিকতা শেষে ভারতে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি