ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগেরহাটে বিজয় উৎসব উপলক্ষে দশ দিনব্যাপী বই মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০১, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

‘এসো বিজয় আনন্দে বইমেলো প্রাঙ্গণে’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে বিজয় উৎসব উপলক্ষে দশ দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে।

রোববার সন্ধ্যায় শহরের স্বাধীনতা উদ্যানে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার এই বই মেলার উদ্বোধন করেন।

জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সরকারি পিসি কলেজের উপাধাক্ষ্য লেখক কমল কৃষ্ণ ঘোষ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মো. আবু জাফর মোল্লা বিপু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, আলোকিত মানুষ হতে গেলে অবশ্যই বই পড়তে হবে। মানুষের বিকাশের ক্ষেত্রে বইয়ের বিকল্প নেই। বই হল প্রত্যেক মানুষের মনের খোরাক। যে যত বেশি বই পড়বে সে তত বেশি জ্ঞান অর্জন করবেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে আসবাপপত্র উপহার না দিয়ে বই উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।

বাগেরেহাট জেলা প্রশাসনের আয়োজনে এই বই মেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার ৩০টি স্টল রয়েছে। এসব স্টলে ২৫ শতাংশ ছাড়ে পাঠকরা বই ক্রয় করতে পারবেন। প্রত্যেক দিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ৩১ ডিসেম্বর রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ মেলা শেষ হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি