ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে পুকুরে মিলল নবজাতকের ক্ষতবিক্ষত লাশ

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৫২, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার সকালে অজ্ঞাত নবজাতকের ওই লাশ ভাসতে দেখে স্থানীয়রা। এ খবর জানাজানি হলে লোকজন ভিড় জমায় সেখানে। উপস্থিত লোকজনের ধারণা আগের রাতে কে বা কারা নবজাতককে পুকুরের পনিতে ফেলে যায়।

বাউফল থানার ওসি খন্দকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়া।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি