ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় এসডিজি বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ২৩ ডিসেম্বর ২০১৯

‘কাউকে পিছনে রাখা যাবে না’ স্লোগান নিয়ে চুয়াডাঙ্গায় এসডিজি বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বেসরকারি সংস্থা আত্মবিশ্বাসের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ‘এডাব’ চুয়াডাঙ্গা জেলা শাখা আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন এডাব চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মো. আকরামুল হক বিশ্বাস।

প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, চুয়াডাঙ্গার যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহামেদ ও এডাব কেন্দ্রীয় সচিবালয়ের পরিচালক একেএম জসীম উদ্দীন।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, এডাব জেলা শাখার সম্পাদক জাহিদুল ইসলাম। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এডাব সদস্য মো. বিল্লাল হোসেন।

সেমিনারে সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এসডিজি বাস্তবায়নের জন্য সরকারের পাশাপাশি জনগণকেও সম্পৃক্ত হতে হবে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পিছনে রেখে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি