ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

গাজীপুরে কাপড় ব্যবসায়ী খুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৩ ডিসেম্বর ২০১৯

গাজীপুরের পূর্ব চান্দনা এলাকায় আরিফ হোসেন নামে এক ব্যবসায়ী খুন হয়েছেন। এ ঘটনায় ইয়াসিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন সার্ডি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে ওই কাপড় ব্যবসায়ী আরিফ হোসেন বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বাড়ি থেকে দূরে একটি নির্জন এলাকায় আরিফের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেয়। স্বজনরা ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত আরিফকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে তার মৃত্যু হয়।

বাসন থানার ওসি কাওসার আহমেদ জানান, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ইয়াসিন নামে একজনকে আটক করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি