ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে স্বামীর কিল-ঘুষিতে গৃহবধুর মৃত্যুর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০২, ২৩ ডিসেম্বর ২০১৯

সিরাজগঞ্জের এনায়েতপুরে স্বামীর নির্যাতনে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত খাদিজা খাতুন (৩২) খুকনী গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ হোসেনর স্ত্রী।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন।  

এনায়েতপুর থানার ওসি মোল্লা মাসুদ পারভেজ জানান, মালয়শিয়া প্রবাসী আব্দুল্লাহ কিছু দিন আগে নিজ বাড়িতে আসার পর স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। হঠাৎ সোমবার ভোরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খাদিজাকে কিল-ঘুষি মারলে ঘটনাস্থলেই সে মারা যায়। এর পরই পালিয়ে যায় স্বামী। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি