ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১০, ২৩ ডিসেম্বর ২০১৯

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাদল খান (৩৭) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। নিহত বাদল খান যশোর জেলার বসুনদিয়ায় এলাকার বাসিন্দা। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোংলা থেকে যশোরগামী একটি ট্রাক খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচালক বাদল খান ঘটনাস্থলেই মারা যান এবং হেলপার লিমন মীর গুরুতর আহত হন। আহত লিমন মীরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, মোংলা থেকে যশোরগামী সিমেন্টবোঝাই একটি ট্রাক খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয় এবং তার সহকারীকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি