ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:২৫, ২৩ ডিসেম্বর ২০১৯

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের সামনে এক দিনের ব্যবধানে সোমবার বিকেলে সড়ক দুর্ঘটনায় নীরব (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এলাকার কানাই মোহাম্মদের ছেলে নীরব বাড়ির পাশের রাস্তায় খেলতে গিয়ে ইজিবাইকের ধাক্কায় এ দুর্ঘটনায় পড়ে।
 
নীরবের বাবা জানান, বিকেলে খেলতে খেলতে কোনো এক সময় রাস্তার পাশে চলে আসে নীরব। এসময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। 

এসময় গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
     
এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি আটক করা সম্ভব হয়নি।
        
উল্লেখ্য, এর আগে গত শনিবার একই এলাকায় দ্রুতগামী বাসের চাপায় আসাদুজ্জামান বাবুল (৩৫) নামে এক মোটরসাইকেলের চালক, সদর উপজেলা পরিষদের পিয়ন নিহত হয়।

কেআই/এসি
  
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি