ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২০:১৫, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জের হরিসকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ফিতা কেটে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয়ের বার্ষিক ফল প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সাজ্জাদ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর আলম, সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মায়া রানী মন্ডল, যুবলীগ নেতা অনুপম দত্ত নিপু প্রমুখ।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি