ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফেনীতে বাস-ট্রাক সংঘর্ষে হতাহত ৯

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৬, ২৩ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২১:২৬, ২৩ ডিসেম্বর ২০১৯

ফেনীতে দুর্ঘটনা কবলিত বাসটি

ফেনীতে দুর্ঘটনা কবলিত বাসটি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপুলে বাস-ট্রাকের সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে ভোলার চরফ্যাশন থেকে চট্রগ্রামগামী তোফ এন্টারপ্রাইজ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৯ জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতের লাশ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি