ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর দেয়া কম্বল ঘরে ঘরে পৌঁছে দিলেন সাংসদ 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৩৪, ২৩ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

মৌলভীবাজারে মৃদু শৈত প্রবাহে ও ঘন কুয়াশার কারণে সৃষ্ট শীতে দুর্ভোগে সাধারণ মানুষ। আর শীত অনুভুত হওয়ায় শিশু কিশোরদের নিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। 

অন্যদিকে নিন্মআয়ের মানুষেরা শীত উপেক্ষা করেও যাচ্ছেন কাজে। তবে গরম কাপড় অপ্রতুল বলে জানান, স্থানীয় জনপ্রতিনিধিরা। 

এদিকে হঠাৎ করে এই শীত পড়ায় স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ প্রধানমন্ত্রীর দেয়া কম্বল বাগানে বাগানে গিয়ে নিজের হাতে তুলে দিচ্ছেন চা শ্রমিকদের মাঝে। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল ইতিমধ্যে বিভিন্ন এলকায় বিতরণ করা হয়েছে। এর পরও এই শীতে যারা পায়নি তিনি তাদের বাগানে ও হাওর এলাকায় গিয়ে নিজের হাতে কম্বল দিয়ে আসছেন। 

তিনি বলেন, এই শীতে যেন তার এলাকার কোন মানুষ কষ্ট না পায় তাই তার এ প্রয়াস। তার ব্যক্তিগত সহকারি ইমাম হোসেন সোহেল জানান, সংসদ সদস্য ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ দিনের পাশাপাশি গভীর রাতেও শীতের কারণে সাধারণ মানুষের ভোগান্তি নিজ চোখে দেখতে প্রত্যন্ত এলাকায় যান। এ সময় তিনি যাদের শীত বস্ত্রের অভাব রয়েছে নিজের হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে আসছেন।

কেআই/এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি