ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুমনা ধর্ষণ ও হত্যা, কিশোরের বাবা-মা-নানা কারাগারে

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৩, ২৩ ডিসেম্বর ২০১৯

সুমনা হত্যার প্রতিবাদে ও ঘাতকের বিচারের দাবিতে বিক্ষোভ

সুমনা হত্যার প্রতিবাদে ও ঘাতকের বিচারের দাবিতে বিক্ষোভ

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সুমনাকে (৯) ধর্ষণ ও হত্যাকাণ্ডের মূল হোতা রিয়াজ আহম্মেদ কানন (১৩) কারাগারে রয়েছে। এ ঘটনায় সোমবার (২৩ ডিসেম্বর) ঘাতক কিশোরের বাবা, মা ও নানাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে সদর থানার পুলিশ।
   
পুলিশ জানায়, শিশু সুমনাকে ধর্ষণ ও হত্যা ঘটনায় অভিযুক্ত রিয়াজকে গ্রেফতারের পর তার বাবা ইয়াসিন হাবিব কনক ও মা রুকসানা বেগমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের পর তাদের দেয়া তথ্যানুযায়ী রিয়াজের নানা মকছেদ আলীকেও গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। 

এর আগে নিখোঁজের চারদিন পর গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঠাকুরগাঁও শহরের গোয়ালপাড়া এলাকায় স্কুলছাত্র রিয়াজ আহম্মেদ কাননদের নির্মাণাধীন বাথরুমের মাটি খুঁড়ে একই এলাকার জুয়েলের মেয়ে সুমনা হকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে সুমনার সহপাঠীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু করে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি