ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৮, ২৪ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

ফরিদপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জুলফিকার আলী ভুট্রো নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে হামলার এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সোহরাব মেম্বারের সঙ্গে  একই এলাকার জুলফিকার আলীর পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন জুলফিকার আলী ভুট্রোসহ কয়েকজনের উপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে ভুট্রো হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। হামলায় আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে কৈজুরীর ইছাইল গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি