ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মৌলভীবাজারে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫০, ২৪ ডিসেম্বর ২০১৯

মৌলভীবাজারের মনু ও কুশিয়ারা নদীর প্রতিরক্ষা বাঁধে অবৈধভাবে দখলকারিদের বিরুদ্ধে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। প্রথম দিন রাজনগরের খেয়াঘাট এলাকা থেকে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

মৌলভীবাজার জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে গতকাল সোমবার বেলা একটায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ অভিযানে জেলার নির্বাহী ম্যাজিস্টেট মো. আমজাদ হোসেন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র সংকর চক্রবর্তী নেতৃত্ব দেন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র সংকর চক্রবর্তী জানান, জেলায় মনু ও কুশিয়ার নদীর প্রতিরক্ষা বাঁধে অন্তত ৩শ’ স্থানে অবৈধভাবে দখলদার রয়েছে। এসব চিহ্নিত অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে দখলদার মুক্ত করা হবে। সোমবার রাজনগর খেয়াঘাট এলাকার ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি