ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাবনা সদর এমপির মায়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ২৪ ডিসেম্বর ২০১৯

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি’র মা সুফিয়া খন্দকার সোমবার রাতে মারা গেছেন (ইন্না ইলাহি…রাজেউন)।  মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মৃত আবু তালেব খন্দকার এর স্ত্রী এবং পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি- এর মা সুফিয়া খন্দকার বার্ধক্যজনিত রোগে পাবনা শহরের কৃঞ্চপুর মহল্লার নিজ বাসভবনে সোমবার রাত আটটায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, এ্যাড. শামসুল হক টুকু এপি, মকবুল হোসেন এমপি, আহম্মদ ফিরোজ কবির এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পাবনা জেলা প্রশাসক কবীর আহমেদ, পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, পাবনা জেলা যুবলীগ, পাবনা জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা কৃষক লীগ, পাবনা প্রেস ক্লাব, পাবনা টেলিভিশন সাংবাদিক সমিতিসহ বিভিন্ন ব্যাক্তি, সংগঠন ও সংস্থা।

মঙ্গলবার বেলা দুইটায় আটুয়া ইদগাহ ময়দানে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি