ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ২৪ ডিসেম্বর ২০১৯

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজে ভর্তি প্রাপ্ত ৮১ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ‘আঞ্জুমান সাখাওয়াত-উল-ইসলাম ট্রাস্ট’ পরিচালিত ঊষার আলো সমাজকল্যাণ যুবসংঘের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। 

ট্রাস্টের চেয়ারম্যান হাফেজ মাওলানা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আনজুমান আরা ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।

এছাড়া ঊষার আলো সমাজকল্যাণ যুবসংঘের সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হুসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজগুলোতে এ বছর ভর্তিপ্রাপ্ত ৮১ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি