ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বেনাপোলে ইমাম-মোয়াজ্জিমসহ এতিমখানায় কম্বল বিতরণ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৩, ২৫ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলে ৭২ জন ইমাম-মোয়াজ্জিমসহ ৩টি এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেছেন বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।

বুধবার বিকেলে বেনাপোল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার ৩৮টি মসজিদের ইমাম-মোয়াজ্জিমসহ মাহবুবা হক এতিমখানা মাদ্রাসা, চেকপোস্টের বাগ-ই-জান্নাত এতিমখানা ক্বওমী মাদ্রাসা ও তালশারি দারুল উলুম এতিমখানা মাদ্রাসার কোমলমতি এতিম শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বেনাপোল মাহবুবা হক এতিমখানা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান, ইউপি সদস্য আব্দুল হাই, সাবুর আলী, আওয়ামী লীগ নেতা রশি বাবু, মজনু, সাহেব আলী, ছাত্রলীগ নেতা খায়রুজ্জামান সজীব প্রমুখ।

চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান বলেন, এলাকার ইমাম-মোয়াজ্জিমসহ এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করতে পেরে নিজেকে সেরা তৃপ্তি দিতে পেরেছেন বলে মনে করেন। দানের মধ্যেই প্রকৃত সুখ বিদ্যমান। তিনি এলাকার সকল বিত্তবানদের প্রতি শীতার্থ মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান। 

কেআই/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি