ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দর্শনায় মালামালসহ দুই ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৩, ২৫ ডিসেম্বর ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর আইসিপি চেকপোস্ট থেকে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ পাসপোর্টধারী ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ভারতের উত্তর চব্বিশ পরগনার বেলগুড়িয়া থানার কামারহাটি গ্রামের মৃত শফি ছেলে তাবিজ শফি (২৪) ও একই থানার চিংড়ি তালাবো গ্রামের মৃত কোরবান আলির ছেলে ইমরান আলী (২৬)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আইসিপির টহল কমান্ডার হাবিলদার রমজান আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩৯ প্যাকেট ভারতীয় লুজ ফেনসিডিল, ১৪টি শাড়ি, ৮টি থ্রি-পিচ, ১টি লেহেঙ্গা, ১টি জামা, ৩টি নাইট ড্রেস, ২টি মোবাইলফোন, নগদ বাংলাদেশি টাকা ৪,৩৮০ টাকা, ভারতীয় ২৬০ রূপী ও ২ জোড়া স্যান্ডেলসহ আটক হয়। আটককৃতদেরকে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে। 

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি