ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৪, ২৬ ডিসেম্বর ২০১৯

জেলার পীরগঞ্জ উপজেলার সেনুয়া বাজার এলাকায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শীত নিবারণের মাটির পাত্রের আগুন শরীরে ধরে গিয়ে সত্তর বছর বয়সী রজিমা বেওয়া মারা যান।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায় জানান, বুধবার রাত ১১টার দিকে সত্তর বছর বয়সী রজিমা বেওয়া শীত
নিবারনের জন্য বিছানার নিচে মাটির পাত্রে আগুন রেখে শুয়েছিলেন। এক পর্যায়ে সেখান থেকে আগুন মশারীতে লেগে যায় এবং মুহূর্তেই ঘরের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।   

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বৃদ্ধার মৃতদেহ দাফনের জন্য তার পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি