ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

সৈকতে ভেসে যাওয়া শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০১, ২৬ ডিসেম্বর ২০১৯

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করার সময় ভেসে যাওয়া দেলোয়ার হোসেন (১৪) নামের এক স্কুল শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পেঁচারদ্বীপ সৈকতে গোসল করার সময় সে ভেসে যায়। ভেসে যাওয়া স্কুল ছাত্র খুলনার সোনাডাঙ্গার সাব্বির আহমদের ছেলে।

রামু হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আতিক উল্লাহ্ জানিয়েছেন, পেঁচারদ্বীপে বাতিঘর রিসোর্টের মালিক ঢাকার ব্যবসায়ী আবু সাদাত মোহাম্মদ লাভলুর ভাগ্নে সাগরে ভেসে যাওয়া কিশোর দেলোয়ার হোসেন। আত্মীয়-স্বজনদের সঙ্গে সে লাভলুর মালিকানাধীন রিসোর্টে উঠে। ওইদিন সকাল ১০টার দিকে সবার সঙ্গে সাগরে গোসল করতে নামার একটু পরেই ভাটার টানে ভেসে যায়। এরপর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও কোথাও পাওয়া যায়নি তাকে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজার শহর থেকে অনেকটা দূরে ওই রিসোর্টের অবস্থান। উক্ত সৈকত পয়েন্টে তাৎক্ষণিক উদ্ধার অভিযানের কোন ব্যবস্থা নেই। এরপরও খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে ওই এলাকায়। তবে এখন পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর খোঁজ পাওয়া যায়নি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি