ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে নিরাপদ যাতায়াতে অবকাঠামোর উন্নয়ন করা হবে: খালেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২১, ২৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৯:২৩, ২৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেছেন, সন্দ্বীপের মানুষ যেন নিরাপদে যাতায়াত করতে পারে সে জন্য হোভারক্রাপ্ট চালু করা হবে। ফেরীঘাট গুলোর অবকাঠামোগত উন্নয়ন করা হবে।

চট্টগ্রামের সন্দ্বীপে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চবিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালার প্রথম দিনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এই কথা বলেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাদের আস্থার ঠিকানা। তার নেতৃত্বে বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সন্দ্বীপও এগিয়ে যাবে।

এসময় তিনি জরুরি কারণে রাতের বেলায় যাতে সন্দ্বীপবাসী সাগরপাড়ি দিতে পারে সেজন্য অবিলম্বে সন্দ্বীপ চ্যানেলে ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ১০টি বয়াবাতি স্থাপন করা হবে বলে জানান।

বৃহঃস্পতিবার সকালে স্কুল মাঠে আয়োজিত স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলায় সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রেজ্জাকুল হায়দার মন্জু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহজাহান বিএ। সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাঈনউদ্দীন মিশন, উপজেলা নির্বাহী অফিসার বিদর্শী সম্বৌধী চাকমা। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক খাইরুল মোস্তফা মানিক, প্রাক্তন ছাত্র অধ্যক্ষ সাইফুদ্দিন কাজল, আবদুল জলিল প্রমুখ।

সভা সঞ্চালনায় ছিলেন যথাক্রমে সালাউদ্দিন বাবু, আরিফ আলী, নজরুল ইসলাম আকবর। 

আলোচনা শেষে প্রাক্তন ছাত্র ছাত্রীরা স্মৃতি চারণে অংশ গ্রহন করেন। এরপর আবুল কাসেম শিল্পি ও কাজী শামসুল আহসান খোকন সম্পাদিত সুবর্ন রেখা ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করা হয়। সবশেষে ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি