ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরগুনায় নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের সংবর্ধনা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৩, ২৬ ডিসেম্বর ২০১৯

বরগুনায় নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকবৃন্দের সংবর্ধনা

বরগুনায় নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকবৃন্দের সংবর্ধনা

Ekushey Television Ltd.

৩৯তম বিসিএস-এ বরগুনায় নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকবৃন্দের সংবর্ধনা দিয়েছে বরগুনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ৫৪ জন চিকিৎসককে ফুল ও শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। 

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, নব নিয়োগপ্রাপ্ত চিকিৎসকবৃন্দের সেবায় বরগুনার মানুষ চিকিৎসা সেবায় আরও একধাপ এগিয়ে যাবে। 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন হুয়ায়ূন হাসান শাহীন খান। অতিরিক্ত জেলা প্রশাসক মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসন সম্পর্কে তথ্য চিত্র উপস্থাপন করেন সহকারী কমিশনার মো. মেহেদি হাসান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি