ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৫

রাজশাহীতে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৭, ২৭ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১০:২১, ২৭ ডিসেম্বর ২০১৯

রাজশাহীর পুঠিয়ায় ট্রাকচাপায় সিরাজুল করিম এবল (৫৩) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তার হাত ও মাথা আলাদা হয়ে য়ায় বলে জানান পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী।

নিহত সিরাজুল করিম এবল রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার চৌকিরপারা মোহল্লার মৃত ইদ্রিস আলী সরদারের ছেলে। এবল রাজশাহী নগরের বিনোদপুর এলাকায় অবস্থিত ইসলামিয়া ডিগ্রি কলেজের শিক্ষক।

কাজল কুমার নন্দী বলেন, মহাসড়কে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনিও মোটরসাইকেল যোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। পরে তার লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। শুক্রবার লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি