ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে প্রশাসনের কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ২৭ ডিসেম্বর ২০১৯

বাগেরহাটের উপকূল জুড়ে বৃহস্পতিবার রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় জনজীবনে নেমে এসেছে বিপর্যয়।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বাগেরহাটের শরণখোলা-মোরেলগঞ্জসহ উপকূলীয় এলাকার খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিপাকে। তারা ঘর থেকে বাইরে বের হচ্ছেন না। রাস্তাঘাটগুলো রয়েছে ফাঁকা।  

এদিকে, বৃষ্টি উপেক্ষা করে জেলাপ্রশাসনের পক্ষ থেকে বাগেরহাট শহরের কয়েকটি বস্তি এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা তিন শতাধিক অসহায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি