ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২৭ ডিসেম্বর ২০১৯

জয়পুরহাটে ২০০ জন অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট সদর থানা চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, আব্দুস সালাম (সদর সার্কেল), সাজ্জাদ হোসেন (সদর) ও সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির সমাজের বিত্তবানদের এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি